IQNA

জার্মানে এক সপ্তাহের ব্যবধানে ৪ জন মুসলিম নারীর ওপর হামলা

20:40 - February 21, 2019
সংবাদ: 2607987
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানে কয়েক জন মুসলিম নারীর ওপর হামলার খবরটি এক সপ্তাহ অতিবাহিত না হতেই বর্ণবাদীরা ১৪ বছরের এক যুবতীর ওপর হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সম্প্রতি বার্লিনে ৩২ বছরের জার্মানি এক ব্যক্তি কোন কারণ ছাড়াই ১৪ বছরের এক মেয়ের উপর হামলা চালিয়েছে। তাকে প্রহার করে আহত করেছে।

এদিকে জার্মানের পুলিশ এক বিবৃতিতে বলেছে, বর্ণবাদী ঐ ব্যক্তি মুসলিম মেয়েটিকে অপমান এবং তাকে প্রহার করেছে।

জার্মানাস্থ ইরানের কালচারাল অ্যাটাশে বলেছেন: এই ঘটনার পরে যুবতীকে হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘাতক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু পরবর্তীতে জার্মানের পুলিশ ঘাতককে সনাক্ত করে গ্রেফতার করে।

গত সপ্তাহেও জার্মানের বার্লিনে বর্ণবাদী ও ইসলামবিদ্বেষীরা তিনজন নারীর উপর হামলা চালিয়েছে। এসময় এক ইসলামবিদ্বেষী ব্যক্তি ১৫ ও ১৬ বছরের দুই যুবতীর মুখে মুষ্ট্যাঘাত করে তাদেরকে অপমান করে। নিউগ্যালেন এলাকায় অপর এক ইসলামবিদ্বেষী ১২ বছরের এক মেয়ের স্কার্ফ ধরে টেনে রক্তে ভারা সিরিঞ্জ দিয়ে তাকে আঘাত করে আহত করার চেষ্টা করে।

এন্টি-ডিসক্রিমিনেশন ফেডারেশন এক সংবাদ সম্মেলনে শিশু এবং কিশোরীদের উপর বর্ণবাদী ও ইসলামবিদ্বেষীমূলক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এন্টি-ডিসক্রিমিনেশন ফেডারেশনের কর্মকর্তা বলেছেন: এধরনের হামলা শারীরিক ও মানসিক পরিস্থিতির জন্য খুবই বিপজ্জনক। এই ফেডারেশনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, শিশু ও কিশোরীদের বিরুদ্ধে বর্ণবাদীদের হামলার সংখ্যা অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

এন্টি-ডিসক্রিমিনেশন ফেডারেশনের প্রতিবেদন অনুযায়ী, স্কার্ফ পরার কারণে যুবতীদের উপরে বর্ণবাদীরা হামলা চালাচ্ছে। iqna

 

 

captcha