IQNA

দায়েশের কারাগার থেকে ৬ বন্দির মুক্তি

23:52 - October 22, 2018
সংবাদ: 2607084
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কারাগার থেকে দুই নারী ও চার শিশুকে মুক্ত করা হয়েছে।

ফিলিস্তিনি গ্রাম 'খান আল আহমার' ধ্বংস করা হবেই: ইসরাইলি প্রধানমন্ত্রীবার্তা সংস্থা ইকনা: সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারুজি গোত্রের এলাকায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হামলা চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করেছে। এসকল বন্দীদের মধ্যে ৬ জনকে মুক্ত করা হয়েছে।
তিন মাস পর এসকল বন্দীরা দায়েশের কারাগার থেকে মুক্ত হয়েছে। সিরিয়ার জাতীয় টেলিভিশন মুক্তিপ্রাপ্ত বন্দীদের নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছে। এসকল বন্দিরা তিন মাস পর নিজ গৃহে ফিরে আত্মীয়দের সাথে আনন্দে আছেন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, দায়েশের সাথে চুক্তির প্রথম অংশ হিসেবে এসকল বন্দীদের মুক্ত করা হয়েছে। এই ৬ বন্দীরে বিনিময়ে সিরিয়ার সামরিক বাহিনীর কারাগারে দায়েশের ৬০ বন্দীকে মুক্ত করা লাগবে। এছাড়াও ২৭ মিলিয়ন ডলার দায়েশকে প্রদান করা লাগবে।
জুলাই মাসে সিরিয়ার সুইদা প্রদেশের দারুজি গোত্রের ৩০ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এসকল বন্দীদের মধ্যে সন্ত্রাসীরা দুই শিশুকে হত্যা করেছে। এছাড়াও এক বৃদ্ধা মহিলা বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান "রামি আব্দুর রহমান" বলেন: দায়েশের হাতে বন্দী থাকা দারুজি গোত্রের ৬ জন শুক্রবার রাতে মুক্তি পেয়েছে। আশাকরি অতি শীঘ্রই বাকীরাও মুক্তি পাবে।
তিনি দাবী করেছেন, সিরিয়ার সরকার এসকল বন্দীদের মুক্তির বিনিময়ে দায়েশের ৬০ সন্ত্রাসীর মুক্তি এবং ২৭ মিলিয়ন ডলার দেয়ার বিষয়ে রাজি হয়েছে।
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশটি সংখ্যালঘু দারুজি গোত্রের কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ। যুদ্ধের পূর্বে সিরিয়ার মোট জনসংখ্যার ৩ শতাংশ অর্থাৎ ৭ লাখ দারুজি এই প্রদেশে বসবাস করত।
iqna

 

captcha