IQNA

অভাবের কারণে জ্ঞান লোপ পায়

13:35 - August 15, 2018
সংবাদ: 2606468
আমিরুল মু’মিনিন আলী (আ.) হতে বর্ণিত একটি হাদীসে উল্লেখ করা হয়েছে যে, অভাবের কারণে মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হয়, তম্মধ্যে অন্যতম হচ্ছে জ্ঞানশুণ্যতা।

অভাবের কারণে জ্ঞান লোপ পায়

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মুসলিম সমাজে অভাব হচ্ছে এক ধরনের অভিশাপ; কেননা অভাবের কারণে মানুষ অন্যায় ও অনৈতিক পথে ধাবিত হয়।

আমিরুল মু’মিনিন আলী (আ.) মানব জীবনে অভাবের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেছেন, তম্মধ্যে অন্যতম হচ্ছে অভাবের কারণে মানুষের জ্ঞান লোপ পায়। তিনি স্বীয় পুত্র মুহাম্মাদে হানাফিয়ার নিকট প্রেরিত এক পত্রে উল্লেখ করেছেন,

يَا بُنَيَّ! إِنِّي أَخَافُ عَلَيْکَ الْفَقْرَ فَاسْتَعِذْ بِالله منْهُ؛ فَإِنَّ الْفَقْرَ... مَدْهَشَةٌ لِلْعَقْلِ.»

অর্থাৎ হে আমার পুত্র, আমি তোমার জন্য অভাব ও নিঃস্বতার ভয় পায়। কাজেই তুমি অভাব থেকে রক্ষা পেতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা কর। কেননা অভাব জ্ঞান লোপের কারণ হয়। সূত্র: নাহজুল বালাগাহ, হিকমত নং ৩১৯।

ইমাম আলী (আ.) এ সম্পর্কে অপর একটি হাদীসে স্বীয় পুত্র ইমাম হাসানকে (আ.) উদ্দেশ্য করে বলেছেন,

«يَا بُنَيَّ! مَنِ ابْتُلِيَ بِالْفَقْرِ، فَقَدِ ابْتُلِيَ بِأَرْبَعِ خِصَالٍ... وَ النُّقْصَانِ فِي عَقْلِهِ.»

হে আমার পুত্র, যদি কেউ অভাবের শিকার হয়, তবে চারটি বিপদের শিকার হবে, তম্মধ্যে অন্যতম হচ্ছে জ্ঞানশুন্যতা। সূত্র: জামেউল আখবার, পৃ. ১০৬।

captcha