IQNA

কানাডায় ক্যাডেট স্কুলে পবিত্র কুরআনের অবমাননা

4:16 - May 28, 2018
সংবাদ: 2605855
আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় কয়েক মাস পূর্বে ইসলাম বিদ্বেষী এক নারী পবিত্র কুরআনের অবমাননা কররে সেদেশের মুসলমানেরা সহ অন্যান্য ধর্মে অনুসারীরা তীব্র প্রতিবাদ এবং বিক্ষোভ প্রদর্শন করেছে। এই বিষয়টি শান্ত না হতেই সেদেশের একটি ক্যাডেট স্কুলে আবারও পবিত্র কুরআনের অবমাননা করা হয়েছে।



বার্তা সংস্থা ইকনা: কানাডার ক্যুবেক প্রদেশের "সেন্ট জন" ক্যাডেট স্কুলের চার জন শিক্ষার্থী পবিত্র কুরআন অবমাননা করার জন্য এটি পার্টির আয়োজন করে।
এর মাধ্যমে তারা গতমাসে ইসলাম বিদ্বেষী যে নারী পবিত্র কুরআন অবমাননা করেছে তার ভিডিওটি ঐ স্কুলে প্রকাশ করেছে।
স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত শেষে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, এই চারজন ছাত্র কানাডিয়ান সামরিক আইন লঙ্ঘন করেছে।
কিছু প্রতিবেদনে প্রকাশ হয়েছে যে, এসকল ছাত্রদের মধ্যে তিন জনকে বহিষ্কার করা হবে।
কানাডীয় বাহিনীর মানব সম্পদ কমান্ডার জেনারেল চার্লস লামার বলেছেন, তার অধীনে এই বিষয়টি তদন্ত করা হয়েছে।
তিনি গুরুত্বারোপ করে বলেন: কানাডার সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি ধর্মীয় প্রতীকের অবমাননা করে তাহলে তা কোন উপায় গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, মার্চ মাসের শেষের দিকে কানাডার অন্টারিও প্রদেশের মাইসজ্যাগো শহরে ইসলাম বিদ্বেষী এক নারী একটি ইসলামিক কেন্দ্রের সামনে পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে, পৃষ্ঠাগুলো একটি গাড়ির উপরে রাখে।
ইসলাম বিদ্বেষী ঐ নারী এই দৃশ্যে ধারণ করে এবং তা প্রচার করে মুসলমানদের শয়তান পূজারী বলে অভিযুক্ত করেছে এবং অন্যদের পবিত্র কুরআনের পৃষ্ঠা ছেড়ার জন্য আহ্বান জানায়।
iqna

 

captcha