IQNA

কাতারে শিশুদের জন্য কুরআন প্রতিযোগিতা

23:59 - May 27, 2018
সংবাদ: 2605854
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে কাতারে সাংস্কৃতিক শহর কাতারায় শিশুদের জন্য সপ্তমবর্ষ জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে। উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৩১শে মে পর্যন্ত অব্যাহত থাকবে।

১০ই রমজান মহিয়সী নারী হযরত খাদিজার (সা.) ওফাত দিবস
বার্তা সংস্থা ইকনা: এই প্রতিযোগিতায় ১০ থেকে ১২ বছরে ৫০ জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য পবিত্র কুরআনের আয়াত, সুন্নতে নবাবী (সা.), হাদিস, নামাজ, ইসলামী আহকাম এবং ইসলামী ইতিহাসের আলোকে বিষেশ আলোচনা করা হয়েছে।
সপ্তমবর্ষ জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি ছেলে ও মেয়েদের জন্য পৃথক ভাবে অনুষ্ঠিত হচ্ছে। কাতারের কাতারা শহরের প্রধান জামে মসজিদে ছেলেদের জন্য এবং সোনালী মসজিদে মেয়েদের জন্য মাগরিবের নামাজের পর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। টানা দুই সপ্তাহ যাবত এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে।
এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে অধ্যয়নের মধ্যমে ইসলাম ধর্মের প্রতি শিশুদের আকর্ষণ বৃদ্ধি করা এবং কুরআন তিলাওয়াত ও হেফজের প্রতি তাদের মনোযোগৃ সৃষ্টি করা।
iqna

 

 
captcha