IQNA

ইসরাইলি হত্যাযজ্ঞ: লাইলার মৃত্যুর রহস্য তদন্তে হামাস সরকার

18:39 - May 27, 2018
সংবাদ: 2605849
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ব্যক্তিদের তালিকা থেকে আট মাস বয়সী শিশুকে বাদ রাখা হয়েছে বলে জানিয়েছে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। লাইলা আল-ঘান্দোরের মৃত্যুর কারণ তদন্ত হচ্ছে বলে কর্তৃক জানিয়েছে।

 
বার্তা সংস্থা ইকনা: গত সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে লাইলা আল-ঘান্দোর ১৪ মে বিক্ষোভের সময় ইসরাইলি টিয়ারগ্যাসের কারণে মারা যায়। গাজা সীমান্তে ওই দিনের বিক্ষোভে অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছিল।

পরে নাম না প্রকাশের শর্তে একজন ডাক্তারের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয় যে, শিশুটি আগে থেকেই অসুস্থ অবস্থায় ছিল এবং এ কারণে তিনি বিশ্বাস করেন না যে টিয়ারগ্যাসের কারণে তার মৃত্যু ঘটেছিল।

মন্ত্রণালয়ের মুখপাত্র ড. আশরাফ আল-কাইদ্রা জানান, বিচার মন্ত্রণালয়ের অধীনে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

তিনি বলেন, ‘শহীদদের তালিকা থেকে লাইলা আল-ঘান্দোরকে বাদ রাখা হয়েছে। কারণ আমরা এখনো প্রকৃত রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’

তিনি বলেন, শিশুটির পরিবার বলছে, বিক্ষোভের সময় সে সীমান্তে ছিল এবং কাঁদানে গ্যাসে তার মৃত্যু হয়েছে। কাঁদানে গ্যাসেই তার মৃত্যু হয়েছে কিনা শুরুতে স্পষ্ট ছিল না। এ কারণেই আমরা বিষয়টি উল্লেখ করেছি।

তিনি বলেন, দুই মাসের বিক্ষোভে ইসরাইলি সেনারা ১১২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান

captcha