IQNA

সুইডেনে নামাজখানায় অগ্নিসংযোগ

3:39 - May 26, 2018
সংবাদ: 2605839
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাসে সুইডেনের হ্যাশেলহোম শহরের একটি মসজিদে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে।



বার্তা সংস্থা ইকনা: সুইডেনের হ্যাশেলহোম শহরের ইসলামী-সাংস্কৃতিক আঞ্জুমানের ভবনে এই নামাজখানায় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা ২০শে মে আগুন লাগিয়েছে। অগুণ লাগার ফলে ভবনের ব্যাপক ক্ষতি সাধন হয়।
প্রতিবেদন অনুযায়ী, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নামাজখানার মধ্যে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এখনও পর্যন্ত ঘাতকের পরিচয় সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
হ্যাশেলহোম শহরের ইসলামী-সাংস্কৃতিক আঞ্জুমানের প্রধান ইসমাইল দারাগী বলেন: এটা সত্যিই দুঃখজনক যে রমজান মাসে মুসলমানদের সাথে দুর্বৃত্তরা এমন আচরণ করেছে। আমি দীর্ঘ ১২ বছর যাবত এই শহরে বসবাস করছি। এই শহরে এমন দুঃখজনক ঘটনা এটাই প্রথম।
উল্লেখ্য, সম্প্রতি বছরগুলোই ইউরোপের বিভিন্ন দেশে মুসলমান ও ইসলামিক কেন্দ্রসমূহে সন্ত্রাসীদের হামলা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এ থেকে বোঝা যায় যে, এসকল দেশে ইসলাম বিদ্বেষীদের সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে।
iqna

 

captcha