IQNA

ইমাম সাদিকের দৃষ্টিতে মিথ্যা মাহদী দাবীদারদের সনাক্ত করার পথ

19:41 - May 22, 2018
সংবাদ: 2605811
ইমাম মাহদীর আবির্ভাবের আলামতের সাথে ইমাম মাহদীর আবির্ভাব হওয়ার সময়ের ঢের ব্যবধান থাকতে পারে। কিন্তু যে সকল আলামত ইমাম মাহদীর পরিচয় এবং তাকে চিহ্নিত করার সাথে জড়িত তা ইমাম মাহদীর আবির্ভাবের নিকটবর্তী সময়েই পরিলক্ষিত হবে।


শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: শেষ জামানায় মিথ্যা মাহদী দাবিকারীদের সংখ্যা বেড়ে যাবে আর সে জন্যই ইমামগণ তাদেরকে চেনার বৈশিষ্ট্য সম্পর্কে বাতলে দিয়েছেন। যা আমাদেরকে শেষ জামানার ফেতনা থেকে রক্ষা করবে।

তাফসীরে আইয়াশিতে ইমাম বাকির(আ.) থেকে বর্ণিত হয়েছে: যদি তোমাদের জন্য রাসূলের ওয়াদা, তাঁর অস্ত্র এবং পতাকা চিনতে অসুবিধা না হয় থাকে, তাহলে তোমাদের ইমাম হুসাইনের বংশের নফসে যাকিয়াকে চিনে মোটেও সমস্যার হওয়া উচিত নয়। আর এগুলোই ইমাম মাহদীকে চেনার ক্ষেত্রে তোমাদের জন্য যথেষ্ট।

এটাও যদি তোমাদের চিনতে সমস্যা হয় তাহলে তার নামে আসমানী আওয়াজ এবং কাজের ঘোষণা বোঝা তোমাদের জন্য সমস্যা হওয়া কথা নয়।

ইমাম সাদিক(আ.) বলেছেন: নফসে যাকিয়ার শাহাদাত ও ইমাম মাহদীর আবির্ভাব ও সংগ্রামের মধ্য মাত্র ১৫ দিন ব্যবধান থাকবে। (কামালুদ্দিন ওয়া তামামুন নেয়ামাহ, বাব ৫৭, হাদিস-২)

 

captcha