IQNA

দুনিয়ার কষ্ট যাদের উপর কোন চাপ প্রয়োগ করতে পারে না?

18:00 - May 21, 2018
সংবাদ: 2605806
মানুষ সমস্যা থেকে মুক্তি পওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করে থাকে এবং তা থেকে মুক্তির জন্য অনেক পথও তারা পাওয়ার চেষ্টা করে। কিন্তু তা থেকে মুক্তির জন্য নিশ্চিত উপায় আছে যা নবী (সা.) উন্মোচন করেছেন।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহান আল্লাহ সূরা যারিয়াতের ৫৬ নং আয়াতে বলেছেন: وَ ما خَلَقْتُ الْجِنَّ وَ الْإِنْسَ إِلاَّ لِيَعْبُدُونِ؛ জিন ও মানুষকে আমি শুধু এজন্যই সৃষ্টি করেছি যে, তারা আমার দাসত্ব করবে।

আল্লাহর সকল কাজই প্রজ্ঞাপূর্ণ এবং তাতে কোন ত্রুটি নেই। নিঃসন্দেহে আল্লাহ মানুষকে যেহেতু ইবাদত ও বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। সুতরাং এর মধ্যেই তাদের মুক্তি ও পরিত্রাণ রয়েছে।

মহানবী(সা.) বলেছেন: সেই ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম যে সর্বদা ইবাদতে মশগুল থাকে। সুতরাং যে যদি তার সর্ব শক্তি দিয়ে ইবাদত করে তাহলে তার আর কোন চিন্তা থাকবে না। তাই তার দুনিয়ার জীবন কষ্টে কাটুক আর সুখেই কাটুক।

ইবাদতের সম্পর্কে ইমাম রেজা বলেছেন: এর মাধ্যমে মানুষ আল্লাহর স্মরণকে ভুলবে না, তার প্রতি ভক্তিকে ভুলবে না এবং তার আদেশ ও নিষেধকেও অমান্য করবে না। কেননা এর মধ্যেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে।

কেননা তাদেরকে যদি ইবাদত বন্দেগী ছাড়া এমনিতেই ছেড়ে দেয়া হত তাহলে তাদের অন্তরসমূহ পাথরের মত কঠিন হয়ে যেত।

 

captcha