IQNA

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ক্বিরাত বিভাগে দ্বিতীয় হল ইরান

10:31 - May 13, 2018
1
সংবাদ: 2605743
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় ৬০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ক্বিরাত বিভাগে দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি মোখতার দেহকান।

 

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মিলনায়তনে ক্বিরাত এবং হেফজ বিভাগে ৬০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৭ম মে শুরু হয়েছে এবং ১২ই মে শেষ হয়েছে। গতরাতে মালয়েশিয়ার রাজার উপস্থিতিতে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।

এই প্রতিযোগিতায় ক্বিরাত বিভাগে দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি মোখতার দেহকান।

বৃহস্পতিবার রাতে মোখতার দেহকান সর্বশেষ প্রতিনিধি হিসেবে কুরআন তিলাওয়াত করেছেন। তিনি সূরা নিসার ৫৯ থেকে ৬৬ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন।

ক্বিরাত ও হেফজ বিভাগে ৬০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৭ম মে শুরু হয়েছে এবং ১২ই মে শেষ হয়েছে।

iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
lcjgilen
0
0
20
captcha