IQNA

নাকবা দিবসে জেরুজালেমে আযান দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি

9:51 - May 13, 2018
1
সংবাদ: 2605742
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি পুলিশ নাকবা দিবস এবং জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের দিনে উক্ত শহরের সকল মসজিদে আযন দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

 

বার্তা সংস্থা ইকনা: হিব্রু নেটওয়ার্ক একটি রিপোর্ট ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরাইলি পুলিশ আগামী রবিবার (১৪ই মে)তেল আভিভ থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের দিনে উক্ত শহরের সকল মসজিদে আযন দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তেল আভিভ থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের দিনে ৮০০ জন মেহমানের কানে যাতে আযানে ধ্বনি না পৌছায় সেজন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

হিব্রু নেটওয়ার্ক আরও ঘোষণা করেছে, মার্কিন দূতাবাস হস্তান্তরের দিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশ বেষ্টনী নির্মাণ করা হবে। এছাড়াও হেলিকপ্টার দ্বারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে।

iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
iwpuywrg
0
0
20
captcha