IQNA

ফিলিপাইনে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

19:47 - February 18, 2018
সংবাদ: 2605086
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্কঃ রাজধানী ম্যানিলায় অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের উদ্যোগে বিশেষ কিরাত প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছে।

ফিলিপাইনে নিযুক্ত ইরানি কালচারাল কাউন্সেলর মুহাম্মাদ জাফারি মালেক বার্তা সংস্থা ইকনাকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন: রাজধানী ম্যানিলার কারীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি ফিলিপাইনের মুসলমানদের কার্যালয় এবং ‘আবি’ মসজিদের দারুল কুরআন বিভাগের সহযোগিতায় আয়োজিত হয়েছে।

তিনি বলেন: ম্যানিলায় অবস্থিত কারিগরি শিক্ষাবোর্ডের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ (রোববার, ১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩০ জন কারী পরস্পরের প্রতিদ্বন্দিতা করেন।

তার সংযোজন: প্রতিযোগীদের মধ্যে ৩ জনের নাম ১ম, ২য় ও ৩য় বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় এবং তাদেরকে পুরুস্কৃত করা হয়।

মুহাম্মাদ জাফারি আরও বলেন: প্রতিযোগিতায় ২০ থেকে ৫০ বছরের প্রতিদ্বন্দীরা অংশগ্রহণ করেন।

বলাবাহুল্য, প্রতিযোগিতার শুরুতে এ ঘোষণা দেওয়া হয় যে, বিজয়ী প্রতিযোগীরা মালয়েশিয়া ও ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবে।#3692842

 

 

captcha