IQNA

নিউইয়র্কে হামলাকারী বাংলাদেশি!

20:33 - December 11, 2017
সংবাদ: 2604528
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাস টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। হামলাকারী সন্দেহে আহত অপর একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিকে বাংলাদেশি বলে উল্লেখ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম।

নিউইয়র্কে হামলাকারী বাংলাদেশি!

 
বার্তা সংস্থা ইকনা: বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকালে এ বিস্ফোরণ ঘটানো হয়। এইটথ অ্যাভিনিউ ও ৪২ স্ট্রিটের কাছে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর পর বাস টার্মিনাল ও সংলগ্ন সাবওয়ে স্টেশনে অবস্থানরত যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করেন। তাৎক্ষণিকভাবে এ, সি এবং ই সাবওয়ে লাইন ফাঁকা করে দেওয়া হয়েছে। আশপাশের সড়ক ফাঁকা করে এফিবিআই, পুলিশ ও ফায়ার সার্ভিস অবস্থান নেয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে এনবিসি নিউইয়র্কের প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে বিভিন্ন ধরনের তার ও ডিভাইস জব্দ করা হয়েছে। তারা বলছে, সন্দেহভাজন ওই ব্যক্তি বাংলাদেশি। তিনি সাত বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

পুলিশ বলেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি নিজেও আহত হয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয়।

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স টুইটারে বলেছেন, এ ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে।

নিউইয়র্কের সাবেক পুলিশ কমিশনার বিল ব্রাটন বলেছেন, এটা নিঃসন্দেহে সন্ত্রাসী হামলা। বিস্ফোরণ সঠিকভাবে হয়নি, নাকি এটি ঠিকমতো কাজ করেনি-তা তদন্ত করতে দেখতে হবে।

দ্য নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটনে পোর্ট অথরিটি বাস টার্মিনালে হামলার অভিযোগে আটক ব্যক্তি বাংলাদেশি। তিনি ব্রুকলিনের বাসিন্দা। ২৭ বছর বয়সী ওই ব্যক্তি ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত হয়ে এই হামলা চালিয়েছেন।

পোর্ট অথরিটি বাস টার্মিনাল থেকে প্রতিদিন নিউইয়র্ক থেকে নিউজার্সি পর্যন্ত বিভিন্ন বাস যাত্রী পরিবহন করে। এ ছাড়া গ্রেহাউন্ড ও পিটারপ্যানের মতো দূরবর্তী স্থানগুলোয় যাত্রী পরিবহনকারী বাসগুলোও এখান থেকেই ছেড়ে যায়। গড়ে প্রতি দিন এই বাস টার্মিনাল দিয়ে আড়াই লাখ যাত্রী যাতায়াত করেন। আরটিএনএন

captcha