IQNA

ইরাকে দায়েশের ৫০০ টানেলের সন্ধান

2:22 - December 08, 2017
সংবাদ: 2604504
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নিরাপত্তা বাহিনী সেদেশের নেইনাওয়া প্রদেশের তালআফার শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৫০০ ভূগর্ভস্থ টানেল এবং হাজার হাজার রকেট খুঁজে পেয়েছে।

ইরাকে দায়েশের ৫০০ টানেলের সন্ধান 

বার্তা সংস্থা ইকনা: ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল (৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন: ড্রোন বিমানের জন্য এই সমস্ত রকেট সরবরাহ করা হয়েছিল।

আনবার প্রদেশের সামরিক কমান্ডার মুহাম্মাদ আল ফাল্লাহী এ ব্যাপারে বলেন: আনবার প্রদেশের হাদীস শহরে আইএস তথা দায়েশের তিনটি টানেল এবং একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন: এছাড়াও আনবারের পুলিশ ও সামরিক বাহিনী রামাদী শহর থেকে বিস্ফোরক ডিভাইসের ১৫ টি আইটেম উদ্ধার করেছে।ৱ

ইরাকের সেনাবাহিনী আনবার ও নেইনাওয়ায় দায়েশের নিয়ন্ত্রিত এলাকাসমূহ উদ্ধার করার পর পুনর্বিন্যাসিত এলাকায় বসবাসের উপযোগী করে তুলছে।

ইরাকি বাহিনী বিশেষ করে সেদেশের সেনাবাহিনী, ইরাকের স্বেচ্ছাসেবী গণবাহিনী হাশদ আশ-শাবি এবং পুলিশ নিয়ে গঠিত ঐক্য বাহিনীর দীর্ঘ ১২৫৬ দিনের যুদ্ধে পর ইরাক থেকে দায়েশ নিধন করতে সক্ষম হয়েছে।

iqna

 

 

captcha