IQNA

আল্লাহর প্রতি ভরসা রাখার নামই হচ্ছে প্রকৃত জীবনধারা

19:23 - November 29, 2017
2
সংবাদ: 2604435
যে জিনিসটি মানুষকে জীবনের প্রতি আশাবাদী করে তা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা এবং ইমাম মাহদীর আবির্ভাবের প্রতীক্ষা। কেননা ইমাম মাহদী(আ.) তার আবির্ভাবের পর গোটা বিশ্বকে ন্যায়নীতিতে পরিপূর্ণ করবেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সূরা যুমারের ৫৩ নং আয়াতে বর্ণিত হয়েছে: «قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ؛  বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।

আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তিনিই তার জন্যে যথেষ্ট। (সূরা তালাক- ৩)

মুমিন তো তারা, যাদের অন্তরসমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। আর যখন তাদের উপর তাঁর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং যারা তাদের প্রতিপালকের উপরই ভরসা করে। (সূরা আনফাল-২)

সূরা কাসাসের ৫নং আয়াতে আল্লাহ বলেছেন: وَنُرِيدُ أَنْ نَمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ

এবং সেদেশে যাদের হীনবল করা হয়েছিল আমি ইচ্ছা করলাম তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে (জনগণের) নেতৃত্ব দান করতে ও দেশের অধিকারী করতে।

হাদিসে বর্ণিত হয়েছে: শেষ জামানায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ মুস্তফা (সা.)-এর বংশধর হযরত মাহদি (আ.)-এর আবির্ভাব হবে। তিনি অত্যাচারী ও দাম্ভিক শক্তিগুলোর পতন ঘটিয়ে নির্যাতিত জাতিগুলোকে ক্ষমতায় অধিষ্ঠিত করবেন। আর এভাবে প্রাচ্য থেকে পাশ্চাত্য- সর্বত্র ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। শাবিস্তান
প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
ভারতীয় উপমহাদেশে ঈমামের অনুসারিদের কার্যকম কিভাবে পরিচালিত হবে?
অ্যাডমিন হযরত মুহাম্মাদ (সা.) এবং ইমামগণের নির্দেশ মোতাবেক
আজ্ঞাতনামা
0
0
ইমামের অনুসারি হিসাবে সক্রিয় ও সংগঠিত হতে হবে।আমার সহযোগীর সাথে কিভাবে যোগাযোগ করব।
captcha